নারীদের প্রশিক্ষণ কেন্দ্রে বৃত্তিমূলক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।
ভিডব্লিউবি কর্মসূচি(পূর্বের ভিজিডি): বাংলাদেশ সরকারের সর্ববৃহৎ সামাজিক নিরাপত্তা কর্মসুচি (Safety net programme) । দুঃস্থ ও অসহায় এবং শারীরিকভাবে অক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়ীত্বের জন্য দুই বৎসর বা ২৪ মাস ব্যপি প্রতি নারীকে মাসে ৩০ কেজি খাদ্যশস্য ও সামাজিক সচেতনতামূলক ও আয়বর্ধক প্রশিক্ষণ দেওয়া হয়।। ভিডব্লিউবি মোট সুবিধাভোগীর সংখ্যা ১৪৬৭ জন।
মা ও শিশু সহায়তা কর্মসূচি: মহিলা বিষয়ক অধিদপ্তরাধীন উপজেলা মহিলা বিষয়ক অফিস কর্তৃক বাস্তবায়িত "দরিদ্র মা”র জন্য মাতৃত্বকাল ভাতা" এবং "শহর অঞ্চলের জন্য কর্মজীবি ল্যাকটেটিং মাদার ভাতার" উন্নত সংস্করণ "মা ও শিশু সহায়তা কর্মসূচি"। উপকারভোগীরা প্রতিমাসে ৮০০ টাকা হারে ৩৬ মাস ভাতা প্রাপ্ত হন। "মা ও শিশু সহায়তা কর্মসূচি" ভাতাভোগীর সংখ্যা ৪৯৫৩ জন।
মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম: বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রাপ্ত বিত্তহীন ও দরিদ্র মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্রঋণ প্রদান করা হয়। ‘‘মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম’’ কর্মসূচিটি ২০০৩-০৪ হতে বাস্তবায়িত হচ্ছে। এ পর্যন্ত ৪৬১ জনকে ঋণ প্রদান করা হয়েছে।
কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প : পরিবার ও সমাজের সহায়ক পরিবেশে কিশোর –কিশোরীদের সমাজ পরিবর্তনের সক্রিয় এজেন্ট হিসাবে ক্ষমতায়ন করতে কিশোর – কিশোরী ক্লাব পরিচালনা ।বাল্যবিবাহ, যৌন হয়রানী রোধকল্পে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। কিশোর কিশোরীর সংখ্যা ৩০০ জন, জেন্ডার প্রোমোটার ২ জন, সংগীত শিক্ষক ১০ জন ও আবৃত্তি ১০ জন ১০ টি ক্লাবের মাধ্যমে এ কর্মসূচি চলছে।